প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ৩:৫৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াইশত শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব ড. মোঃ নূরুল আমিন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ওসি (তদন্ত) মামুন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা শোনান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মহি উদ্দিন আহম্মেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলমগীর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। পরে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।