প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ৩:৫৫
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সরাইল থানার হল রুম দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ অক্টোবর) মঙ্গলবার বিকালের দিকে সরাইল থানা পুলিশ এই সভার আয়োজন করে। এতে উপজেলার আটটি ইউনিয়নের ৫০টি পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেয়। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সভাপতিত্বে।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরাইলে অতীতের মতো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সরাইলে শান্তিপূর্ণ পরিবেশে এবং আসন্ন দুর্গাপূজাকে সার্বজনীন করে তুলতে বিভিন্ন পরামর্শ সম্বলিত বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. ইকবাল হোছাঁইন পিপিএম।
এসময় আরও বক্তব্য দেন, সরাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রাই, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মুস্তাফিজুর রহমান,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম, সরাইল কালিবাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অসিম কুমার ধরপ্রমুখ।