প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩, ৩:২০
মাদারীপুরে তাজন নেছা স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর পৌর শহরের পাকদী ঈদগা মাঠে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন করেন মাদারীপুর চেম্বার অফ কমার্স সভাপতি হাফিজুর রহমান খান (যাচ্চু নানা)।
এসময় উপস্থিত ছিলেন তাজন নেছা স্মৃতি সংঘের উপদেষ্টা শাহীন আলম খলিফা,মাদারীপুর পৌরসভার ৭ং ওয়ার্ডের কাউন্সিলার আব্দুল হাই বেপারী,জেলা যুবলীগের সহ সভাপতি আক্তার হোসেন হাওলাদার, আসলাম খান,হেমায়েত খলিফা, তোতা খলিফা, হানিফ খলিফা।
সার্বিক খেলায় তত্ত্বাবধানে ছিলেন তাজন নেছে স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক সোহাগ খলিফা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুর্ব খাকদী ও চরমুগরীয়া দল উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় ১-১ গোলে ড্র হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করার কথা রয়েছে।