প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ২:১৪
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে স্বল্প মূল্য টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছদরুল ইসলাম।
এসময় তদারকি অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাবস্থাপক কবিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউপি সদস্য বকুল হোসেন, মহিলা ইউপি সদস্য বুলবুলি আক্তার ও টিসিবি পণ্য বিক্রয় ডিলার মানিক চন্দ্র কর্মকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, আমার ইউনিয়নে এবার প্রায় ২ হাজার ৭০০ জন ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী স্বল্পমূল্যে প্রতি প্যাকেজে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল পাবে। প্রতিটি প্যাকেজ ৪৭০ বিক্রয় করা হচ্ছে। তিন দিনে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে বিতরণ করা হবে। আজ প্রথম দিনে ১,২ ও ৬নং ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে।
হাকিমপুর ইউএনও অমিত রায় জানান, সরকারি নির্দেশনা মোতাবেক এবার উপজেলায় ১০ হাজার ৫৭১ জন ফ্যামেলি কার্ডধারীকে স্বল্পমূল্যে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল প্রদান করা হচ্ছে।