প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০:১৫
দিনাজপুরের হাকিমপুর হিলিতে রূপসা ট্রেনের ধাক্কায় হিলি রেলস্টেশনের একমাত্র বুকিং সহকারি নয়ন মিয়া ( ৩৩) নিহত হয়েছেন।
রবিবার (২০আগস্ট) দুপুরে হিলি- বিরামপুর রেলস্টেশনের মধ্যেবর্তী সাব ষ্টেশন ডাঙ্গাপাড়ার আগে লোহাচড়া নামক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তোরাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী পাউশগাড়া মাদ্রাসার সহকারী আসলাম আলী বলেন, ডাঙাপাড়া ষ্টেশনের পাশেই আমাদের মাদ্রাসা। চিলাহাটি থেকে ছেড়ে আসা রুপসা ট্রেনটি ডাঙ্গাপাড়া ষ্টেশন পাড় হয়ে যাওয়ার কিছু পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর শুনতে পাই। ঘটনা স্হলে গিয়ে দেখি পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের নয়ন মিয়া ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্হলে নিহত হয়েছে। তিনি হিলি রেলস্টেশনে সহকারী বুকিং এর কাজ করতেন।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, হিলি রেলস্টেশন এর একমাত্র বুকিং সহকারি ডিউটি শেষে রেললাইন দিয়ে পাশের স্টেশন ডাঙ্গাপাড়া এর আগেই গোবিন্দপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন। ডাঙ্গাাড়া রেলস্টেশনের আগে লোহাচড়া মোড় নামক স্থানে পৌঁছালে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনের ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।