প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ২:৪
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলনবাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক (শ্যামল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ হ ম আহসান হাবীবের কক্ষে উক্ত নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচিত সকল অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিগণের সম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে আবু বক্কর সিদ্দিক শ্যামলকে অত্র বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয়।
হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ হ ম আহসান হাবীব বলেন, মাধ্যমিক শিক্ষা নীতিমালার আলোকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক প্রতিনিধি ও সকল অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়। উক্ত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আবু বক্কর সিদ্দিক শ্যামলের নাম প্রস্তাব করা হলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়। সে সময় সভাপতি হিসেবে আর কারো নাম প্রস্তাব হিসেবে উথ্থাপন হয়নি