প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১৭:২২
বরিশালে শুরু হয়েছে পবিত্র আশুরার তাজিয়া মিছিল। মিছিলটি নগরীর পশ্চিম কাউনিয়া থেকে বের হয়ে বগুড়া রোড, কাকলীর মোড়, সদর রোড, জেলখানার মোড় ও হাসপাতাল রোড হয়ে কাউনিয়া এসে শেষ হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর মরকখোলা পোল চত্বর থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
সকাল ৯টা থেকেই পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের সদস্যরা কাউনিয়া মরকখোলা পোল চত্বরে এসে জড়ো হতে থাকেন। তাজিয়া মিছিলে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী পুরুষরা অংশ নিয়েছে।
এদিকে দিবসটি নির্বিঘœভাবে পালনের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশুরায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটাতেও নিষেধ করা হয়েছে।
পবিত্র আশুরা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে তাৎপর্যপূর্ণ। এদিন ঐতিহাসিক কারবালার ময়দানে হৃদয়বিদারক ঘটনা ছাড়াও বিভিন্ন ঘটনার কারণে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। রোজাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে মুসলিমরা দিনটি উদযাপন করে থাকেন।
এদিকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের পক্ষ থেকে পবিত্র আশুরা পালনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুপুরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ। বিকাল ৪টায় লাঠি খেলা ও পুরস্কার বিতরণ। এছাড়া বাদ মাগরিব ওয়াজ মাহফিল ও দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ।