প্রকাশ: ৮ জুলাই ২০২৩, ০:২৫
আশাশুনিতে নানার বাড়ী বেড়িয়ে আর নিজ বাড়ীতে জীবিত ফেরা হলোনা শিশু আলিফ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান শাহজান আলীর বাড়ীতে।
জানা গেছে, আশাশুনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম শাহজাহান আলীর মেজ ভাইয়ের নাতি সাতক্ষীরা সুলতানপুরের রুমি ইসলাম এর শিশু পুত্র আলিফ (৯) ঈদের সময় মায়ের সাথে নানার বাড়ী বেড়াতে আসে। শুক্রুবারের দিন বিকালে সমবয়সীদের সাথে খেলা শেষে সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
বন্ধুরা অন্ধকারে তাকে না পেয়ে বাড়িতে খবর দেয়। লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।