প্রকাশ: ১ জুলাই ২০২৩, ২:২৩
লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের টাকা আনতে অপারগতা করায় স্ত্রীকে মারধর করলেন পাষন্ড স্বামী মারুফ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্ত্রী মমতা আক্তার।
জানা গেছে উপজেলার পুর্ব সিন্দুর্না গ্রামের আবুল কাদেরের ছেলে হোমিওপ্যাথি ডাঃ মারুফ হোসেনের এক মাস আগে পাটগ্রাম উপজেলার জমগ্রাম এলাকার মজিবর রহমান এর মেয়ে মমতা বেগমের সাথে বিবাহ হয়।
বিবাহের এক মাসের মধ্যে যৌতুকের জন্য স্ত্রীর উপর চালান অমানবিক নির্যাতন। গত ২৮শে জুন রাতে শশুরের কাছ থেকে যৌতুকের টাকা আনতে চাপ দেয় স্ত্রীকে মারুফ হোসেন, এতে স্ত্রী অপারগতা প্রকাশ করলে কাঠের লাঠি ও রড দিয়ে মারধর করেন মারুফ হোসেন, এসময় স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা মমতা বেগমকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে বাদী মমতা বেগমের মা এঘটনা সঠিক বিচারের দাবী জানান। লিখিত অভিযোগের কথা স্বীকার করে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহআলম বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।