প্রকাশ: ২৭ মে ২০২৩, ১:৫১
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নগরীতে গণসংযোগ ও উঠান বৈঠকে ভোটারদের ভালবাসায় সিক্ত হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন।
আজ শনিবার নগরীর ইসলামিয়া কলেজ মসজিদে আছর নামাজের পর নগরীর ৪ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেওয়ার সময় স্বতস্ফূর্ত ভোটাররা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান।
এ সময় মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, আমি আপনাদের ভালবাসা পেয়ে আনন্দিত। বরিশাল নগরীর উন্নয়ন করতে এসময় তিনি ঘুড়ি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান ভোটারদের।
এসময় তিনি বলেন, এই সরকারের আমলে দেশের কোথাও সুষ্ঠু ভোট হয়নি। তাছাড়া নির্বাচন কমিশনও তাদের আজ্ঞাবহ। সুষ্ঠু ভোটের পরিবেশ হলে নগরবাসী ভোট কেন্দ্রে যাবেন এবং তাকে ভোট দিয়ে জয়ী করবেন দাবি করে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে অবহেলিত নগরবাসীকে সাথে নিয়েই নগরীর উন্নয়ন করা হবে। নগরভবন থাকবে সবার জন্য উন্মুক্ত।