প্রকাশ: ১০ মে ২০২৩, ২:২০
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু'র ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ করছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
১০ মে বুধবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বরিশাল নগরীর ১৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে গিয়ে সরকারের নানামুখি উন্নয়নের কথা বলে নৌকার পক্ষে গণসংযোগ করছেন তারা।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী যুবলীগ
বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন জানান, সংগঠনটির প্রতিটি ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সমর্থনে ভোট চাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে এবং সেই মোতাবেক তারা প্রচারণা চালাচ্ছেন।
এসময় বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক শাহিন সিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার সহ ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা গণসংযোগে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপস্থিত ছিলেন।