প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১:৫২
পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ক্লিনিক এর আয়োজনে,শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে বুধবার(২৬ এপ্রিল) সকালে উপজেলার ১৪ টি কমিউনিটি ক্লিনিক আলাদা আলাদা ভাবে ২৩ তম কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কাউখালী সদর ইউনিয়নের বদরপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনের শোভাযাত্রায় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা।
এছাড়া বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মামুন হোসেন, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান সহ ক্লিনিকের দায়িত্বরত কর্মচারীবৃন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।