প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ২৩:৪০
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) দুপুরে যমুনা নদীর খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলো— উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। তারা স্থানীয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সুজয় পাল দশম শ্রেণির শিক্ষার্থী ও লিখন পাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা যায়, দুপুরে ৫/৬ জন বন্ধুরা মিলে যমুনা নদীর খানুরবাড়ি অংশে গোসল করতে নামে। একপর্যায়ে সুজয় পাল স্রোতের টানে জলের ঘুর্ণি পাকে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য লিখন পাল এগিয়ে যায়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরলে কেউ আর উঠে আসতে পারেনি। এমতাবস্থায় সহপাঠিদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত বলেন, ওই দুই ভাইকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।