প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ২৩:৫৯
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা শিক্ষক সমিতি।
সোমবার (১৩ মা দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন শিক্ষকরা।
সমাবেশে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি। সংগঠনের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক শামসুল আলম, মোতাহার হোসেন, আব্দুর রহমান, কুতুবউদ্দিন মোল্লা, আব্দুর রউফ হিটু, নারদ বাছাড়, শামীম শেখ, সোহেল মিয়া, মোখলেছুর রহমান, মনির আযম মুন্নু প্রমুখ।
পরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষক - কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের কোন বিকল্প নেই। শিক্ষক - কর্মচারীদের কষ্টে রেখে শিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই বাংলাদেশ শিক্ষক সমিতি আজ সারাদেশ জুড়ে এ কর্মসূচি গ্রহন করেছে। একই দাবিতে আগামী ২০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। আমরা আশা করছি আমাদের শিক্ষা বান্ধব ও মানবিক প্রধানমন্ত্রী মাধ্যমিক শিক্ষা জাতীয়করন বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।