প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ২:৮
রাজবাড়ী জেলায় ৩১টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর জিডি নিয়ে নিয়মিত কাজ করছেন জেলা পুলিশের একটি চৌকস দল। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত কয়েকদিনে ৩১টি মোবাইল উদ্ধার করে এবং ওই মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
তিনি বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানো জিডি হয়। ওই জিডির প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ওই মোবাইলগুলো উদ্ধার করেন। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, সাফল্য।
তিনি আরো বলেন, রাজবাড়ী জেলার জনগণকে বলবো যে কোন প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে ছিলো, আছে, থাকবে। কারো মোবাইল হারিয়ে গেলে স্ব স্ব থানায় জিডি করলে পুলিশ তা উদ্ধার করে দিবে। আমরা মানুষের সব ধরণের সেবা দিতে ২৪ ঘন্টা প্রস্তুত আছি।
মোবাইল হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
হারানো মোবাইল ফিরে পাওয়া আরাফাত, দিদার, সুরেশ বলেন, হারানো কিছু ফিরে পাওয়া আসলেই আনন্দের বিষয়। মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের আন্তরিকতার কারণেই আবার ফিরে পেলাম। আসলে পুলিশ স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ রেজাউল করিম বলেন, মোবাইল উদ্ধারের কাজটি প্রথমে দায়িত্ব থেকেই করতাম। এখন আসলে আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। যে কেউ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ম্যাসেঞ্জারে নক দিয়ে জিডির কপি দিলে তার হারানো মোবাইল উদ্ধার করে প্রদান করা হয়। পুলিশের রুটিন দায়িত্বের পাশাপাশি এ কাজটি করতে ভালো লাগে। এ কাজটি সব সময়ই করে যেতে চাই।