প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১:৫৩
রাজধানীর গুলিস্তানে সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় আহত অনন্ত ৭০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বাসযাত্রী, পথচারী, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয়রাও রয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ ছাড়া ভবনের কত তলা থেকে এই বিস্ফোরণ, তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির সাত তলার নিচ তলায় ৮ থেকে ৯টি স্যানিটারির দোকান ছিল। বিস্ফোরণের পর সবগুলো দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় তলাতে এসব দোকানের গোডাউন ছিল। অন্যদিকে চতুর্থ তলা থেকে শুরু করে সাত তলা পর্যন্ত ছিল আবাসিক বাসা-বাড়ি। তবে এসব জায়গায় কতটি পরিবার কিংবা মানুষজন ছিল, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
তবে ব্যবসায়ীদের দাবি, বিস্ফোরণের কারণে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে এককভাবে ক্ষতির পরিমাণ জানা যাবে।
পাশের ভবনের বেসরকারি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম জানান, ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, বিস্ফোরণে সাত তলা একটি স্যানিটারি মার্কেট-ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভবনে কোনো কেমিক্যাল বা বিস্ফোরক ছিল না।