প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০:৪৮
মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলতী বছরের এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ পাস করার লক্ষ্যে মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে ডাসার ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ ও শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয় হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বীরমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাঈদ আহম্মেদ বলেন, মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করায় উপজেলা নির্বাহী অফিসারকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন বলেন, । মহামারী করোনা (কোভিট-১৯) এর কারনে স্কুল কলেজ বন্ধ ছিল, শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে পড়েছিল। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুবই সুন্দর ভাবে চলছে।
এ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীরা যাতে করে শতভাগ পাস করতে পারে তাই এই মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে।