প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেবীদ্বারে বিশাল শোডাউন নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ইকবাল হোসেন রাজু।
সোমবার দিবাগত-রাতে দেবীদ্বার থানা মসজিদ মার্কেট থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেন তিনি। পরে শোভাযাত্রাটি কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং একুশে ফেব্রুয়ারী প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় ইকবাল হোসেন রাজু তার বক্তব্যে বলেন, কুমিল্লার দেবীদ্বার আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি এই এলাকায় আগন্তুক নই। এখানে আমার পূর্বপুরুষের বসবাস, তারা এখানেই শুয়ে আছেন, আমার কবরও এখানে হবে। তাই এই অঞ্চলের মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোস করিনি, আগামীতেও করব না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোসলেম মোল্লা, দেবীদ্বার উপজেলা জাতিয় পার্টির আহবায়ক জাবেদ আহামেদ নবী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল, জহির মারুফ, আবুল কালাম আজাদসহ উপজেলা-পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।
শোভাযাত্রা বের হওয়ার আগে দেবীদ্বার সদর, পৌরসভা ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে থানা মসজিদ মাঠে জড়ো হন নেতাকর্মীরা। জাতীয় পার্টির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আহূত এই কর্মসূচি পালন উপলক্ষ্যে দেবীদ্বার পৌর শহর মিছিলের শহরে পরিণত হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণ সকলের নজর কারে।