প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৩
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের হিজলা উপজেলা প্রশাসন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ০১ মিনিটে ভাষা শহীদদের প্রথমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। এরপর একে একে স্থানীয় সংসদ সদস্যের পক্ষথেকে, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, হিজলা থানা, হিজলা নৌপুলিশ, সরকারি হিজলা কলেজ,
সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সহ স্থানীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া,
নৌপুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনায়েত হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার, জেলা পরিষদ সদস্য পণ্ডিত শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।