প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩১
টাঙ্গাইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জেলার সকল উপজেলা পর্যায়ের বিজয়ী স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।