প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ২২:৩৫
লালমনিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, বুধবার সকালে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে যুব গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ সচিব রফিকুল ইসলাম,পৌর মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থারসাধারন সম্পাদক মোহসিনা বেগম মিনা প্রমুখ।যুব গেমসের প্রথমদিনে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে জেলার ৫ উপজেলার ৭শতাধিক প্রতিযোগি অংশ নেয়।১০ জানুয়ারী প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।