প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০:২১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে তরুণ শিক্ষানুরাগী,ক্রীড়া ব্যক্তিত্ব ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ।
কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক তাসমিন আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন স্কুলের সহকারি শিক্ষক হোসনেয়ারা কিরণ। অভিভাবক সদস্যরা হলেন লাভলু মৃধা, হাসেম মৃধা, ফরিদুল ইসলাম,শারমিন আক্তার, দুলি খাতুন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আক্তার নব নির্বাচিত কমিটির সভাপতিসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচিত কমিটি মন্ত্রনালয় কতৃক অনুমোদন লাভের পর হতে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।