প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ২৩:১২
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচে যোগ দিতে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এলো বিএসএফ’র ৪৬ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ভারতের বিএসএফ’র নর্থ বেঙ্গল ফ্রন্টটিয়ারের আইজি অজয় সিংহের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জোনের ডেপুটি রেজুনিয়াল কমান্ডার কর্ণেল মো. জাকারিয়া হোসেন। বিএসএফ’এর প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করলে তিনি তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
কর্ণেল মো. জাকারিয়া বলেন, ২০ বিজিবির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় রাখতে আজ সোমবার ( ১২ ডিসেম্বর) বেলা আড়াইটায় জয়পুরহাট স্টেডিয়ামে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ হবে। খেলা শেষে বিএসএফ’র প্রতিনিধি দলটি আজই ভারতে ফিরে যাবে।