জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা নতুন বাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটার দিকে এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এই আগুনে মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা হানিফ জানান, "রাতে দেখি একটি দোকানে আগুন লেগেছে। দ্রুত সবাইকে ডাকি, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে যায় যে কিছু বোঝার আগেই মুদি দোকান, ফার্মেসি, কম্পিউটার দোকান, সেলুন ও ধানের গোডাউনসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।"
মনোহারি দোকানদার সাইফুল ইসলাম বলেন, "আমার চোখের সামনে সব পুড়ে গেল, কিছুই বাঁচাতে পারিনি। এখন কীভাবে আবার শুরু করব বুঝতে পারছি না।"
এছাড়াও এক ব্যবসায়ী বলেন, “আমার দোকানে লাখ লাখ টাকার মাল ছিল, সব শেষ। এখন পরিবার চালাব কীভাবে?"
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহানুভূতি জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "আমরা তাদের সহযোগিতার জন্য পাশে আছি।"
এ ঘটনায় নতুন বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
ফায়ার সার্ভিসের লিডার হারুনুর রশীদ প্রাথমিকভাবে ধারণা করেছেন যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, তবে তদন্তের পর চূড়ান্ত কারণ জানা যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, “প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”