প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ২:৪২
জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী দুই শত বছরের পুরাতন শ্রী শ্রী মা মাউড়ি তলা দুর্গা মন্দিরে নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
শুক্রবার দুপুরে ১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে পৌর শহরের মাউড়ি তলা দুর্গা মন্দিরে এই নিমার্ণ কাজের উদ্বোধন করেন তিনি।
পাঁচবিবি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শশাঙ্কর সরকার বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল,থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়,পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।