প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ০:৮
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাহেরচর আশ্রয়ণ প্রকল্পের অর্ধশত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকাদের উদ্যোগে অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র স্মরণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা এম এইচ রাজিব, ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহসিন মৃধা প্রমুখ।