প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০:২৪
বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে নারীসহ কমপক্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। নিজেকে আত্মরক্ষাত্রে মসজিদে ডুকেও রক্ষা হয়নি,মসজিদের মধ্যেও কুপিয়ে জখম। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাচজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে খবর পেয়ে কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামানের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ, ভূক্তভোগী পরিবার, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপ মাতুব্বরের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ মল্লিকের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে শাজাহান মল্লিকসহ শতাধীক লোকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে খলিল মাতুব্বর,জলিল মাতুব্বর,দিলীপ মাতুব্বরের ও জাকির মাতুব্বরের বসতবাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা চালায়ে লুটপাটের ঘটনা ঘটায় হামলাকারীরা।
এর জের ধরে শনিবার সকালে পূনরায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এসময় মহব্বত মল্লিক নিজেকে আত্মরক্ষাত্রে স্থানীয় মসজিদে আশ্রয় নিলে,প্রতিপক্ষ মসজিদের ভিতরে ডুকে কুপিয়ে জখম করে ফেলে রাখে। এতে করে মহিলাসহ উভয়পক্ষেও প্রায় ৫০জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতা,ঢাকা মেডিকেল,বরিশালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গুহাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভূক্তভোগী দিলীপ মাতুব্বর বলেন, আমরা বিয়ে বাড়িতে যাওয়ায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজনে। এবং এসময় আমাদের অনেক লোকজন আহত হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, রাতে ও সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জরিয়ে পড়ে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।