প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ২৩:৬
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি চায় নয়া পল্টনে জনসভা করতে। নয়া পল্টনতো জনসভা করার যায়গা না, গাড়ি চলাচলের যায়গা। বিএনপি ১০ ডিসেম্বর নয়া পল্টনে জনসভা করে একটি গোলাযোগ তৈরি করতে চায়।
শুক্রবার বেলা এগারোটায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ মান্তাপল্লী মাঠে আয়োজিত অবহেলিত চরাঞ্চল উন্নয়নে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মির্জা ফকরুল ইসলাম বলেছেন, দেশ নাকি তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। যদি তলাবিহীন ঝুড়িতে দেশ পরিনত হতো তাহলে এতো উন্নয়ন হতে পারতো না। মানুষ তাহলে না খেয়ে দিন পার করতো। বিএনপির তলা ফেটে গেছে। বিএনপি জনগণের কাছে যায় না। বিএনপি এখন বিভিন্ন দেশের এ্যাম্বাসেডরের কাছে ধন্যা দেয়।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন। এর আগে মন্ত্রী মান্তাদের জন্য মুজিববর্ষের ৩০টি ঘর উদ্বোধন করেন।