প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১:২০
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ' বিজ্ঞান ও প্রযুক্তি নৈতিকতা; এক সুত্রে গাঁথা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন এবং বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা জুনিয়র গ্রুপ (৬ষ্ঠ-১০ম) ৫জনকে পুরস্কার এবং সিনিয়র গ্রুপ (একাদশ দাদ্বশ) ৫ জনকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। এছাড়া বিজ্ঞান সেরা ক্ষুদে বিজ্ঞানীদের সেরা উদ্ভাবনী বিষয় ষ্টলে উপস্থাপন করার জন্য দুটি গ্রুপে ৬টি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মামুনুর রশীদ, ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম, হাকিমপুর সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল মামুনুর রশীদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদসহ আরও অনেকে।
প্রধান অতিথি হারুন উর রশিদ হারুন জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানিরা নতুন উদ্ভাবনী বিষয় ষ্টলে প্রদর্শনের ব্যবস্থা করেছে। দুই দিন ব্যাপি প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়েছে। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিস্কার করতে পারবে বলে আশা করছি।