
ভূরুঙ্গামারীতে দুই দোকানিকে জরিমানা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ২৩:৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।
রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার ভূরুঙ্গামারী বাজারে তদারকি অভিযান চালিয়ে খোলা জিরা বাবা জিরার নকল প্যাকেটে প্যাকেটজাত করে বিক্রি করার অপরাধে মোল্লা স্টোরের মালিক আমান উল্যাহকে ২০ হাজার টাকা জরিমানা করে।

এসময় বাবা জিরার দুই বস্তা নকল প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে গোপাল স্টোরের মালিক কৃষ্ণ চন্দ্র পালকে এক হাজার টাকা জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে তদারকি অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশ উপস্থিত ছিল।


