প্রকাশ: ১ এপ্রিল ২০২৫, ২০:৪
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া চক্র। তিনি বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।