প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ৩:২৮
একটি উৎসবের আমেজ এবং শান্তিপূর্ণ পরিবেশ আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ নির্বাচন।
সোমবার ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি হিজলা কলেজে অনুষ্ঠিত বরিশাল জেলা পরিষদ নির্বাচনে হিজলা ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের চেয়ারে বসবেন পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ।
এ ওয়ার্ডটিতে মোট ৮১ জন ভোটার রয়েছেন। ১ জন ভোটারের মৃত্যুর কারণে ৮০ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিনজন প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ তালা প্রতীক নিয়ে ৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
অপর ২ দুই প্রার্থীর মধ্যে সংসদ সদস্য পংকজ নাথ সমর্থিত মোঃ ফারুকুল ইসলাম সরদার টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ ভোট ও আওয়ামীলীগ সমর্থিত কাজী কামরুজ্জামান সাইলু হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ ভোট।
ইভিএম এর মাধ্যমে নজির বিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেছেন সমাপ্তি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক র্যাব, ডিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যগণ।