
পিরোজপুরে শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০:১৪
শেয়ার করুনঃ

পিরোজপুরে সংক্ষিপ্ত আয়োজনে পালিত হয়েছে শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকালে এ উপলক্ষে সিঅফিস বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা, সদর উপজেলা, পৌর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, সহ-সভাপতি লোকমান হোসেনসহ বিভিন্ন উপজেলা শ্রমিকলীগের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হসিনার চাচি ও পিরোজপুর ০১ আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যাণী রহমান ইন্তেকাল করায় সংক্ষিপ্ত আয়োজনে পিরোজপুরে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সর্বশেষ সংবাদ
