প্রকাশ: ৫ অক্টোবর ২০২২, ২৩:৪৩
গোয়ালন্দ উপজেলার ২৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
গত মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল থেকে উপজেলার বড় বাড়ী সার্বজনীন পূজা মন্দির, বালক সমিতি সার্বজনীন পূজা মন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজা মন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজা মন্দির গরুর হাট, বিন্দু পাড়া সার্বজননী পূজা মন্দির, রাম কৃষ্ণ পল্লী সার্বজনীন পূজা মন্দির, নতুন কুড়ি মানব সেবা সার্বজনীন পূজা মন্দির, নগর রায়ের বাড়ী পূজা মন্দির, সুখদের মন্ডলের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, তারাপদ মন্ডলের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, ডাঃ নিতিশ সরকারের বাড়ী দূর্গা মন্দির, কানাই ঘোষের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, শুকু শাস্তি দূর্গা মন্দির, সুনিল পাগলের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, গৌড় কবিরাজের বাড়ী দূর্গা পূজা মন্দির, ভুগেল রবিদাস পাড়া যুব উন্নয়ন সমিতির সার্বজনীন পূজা মন্দির, মাখন রায়ের পাড়া সার্বজনীন পূজা মন্দির, দৌলতদিয়া বাজার সার্বজনীন পূজা মন্দির, কাটাখালী মহাদের ফকিরের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, কাশিনাথের বাড়ী সার্বজনীন পূজা মন্দির, অশোক বিশ্বাসের বাড়ী পূজা মন্দির, কুচু বাড়ী পুজা মন্দির, প্রভাতী সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে স্ব স্ব পূজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। এসময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।