প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগীর স্বজনদের বসার জন্য টুল ও কাগজপত্র রাখার উন্নতমানের ফাইল বিতরণ করেছে মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মোস্তফা মুন্সীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোহাম্মদ শরীফ এর হাতে ৬০টি বসার টুল ও ৬০ টি উন্নতমানের ফাইল তুলে দেন মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম মুন্সী। এছাড়াও হাসপাতালে ইনডোরে নিয়োগ ছাড়া ৭জন পরিচ্ছন্ন কর্মীর মাসিক টোকেন খরচ তিনি দেবার দায়িত্ব নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস, হেড কিলার কাম একাউন্টেন্ট লিপি আক্তার, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, ব্লাড ডোনার ক্লাবের সেচ্ছাসেবক কলিন্স পার্থ, মৃদুল, জাকির হোসেন প্রমুখ।
এসময় সেলিম মুন্সী বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ শাহ্ মোহাম্মদ শরীফ যোগদানের পর থেকে রোগীদের সু-চিকিৎসার ব্যাপারে তিনি সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাচ্ছেন৷ এরই ধারাবাহিকতায় রোগীদের ফলোআপের জন্য কাগজপত্র রাখার ফাইল ও রোগীর স্বজনদের বসার জন্য টুলের ব্যাপারে মাকে অবিহিত করলে আমি তাকে প্রয়োজনীয় টুল ও ফাইল উপহার দিই। আমি চাই উপজেলার কোন মানুষ যেন বিনা চিকিৎসায় হাসপাতালে এসে ফিরিয়ে না যায়, তারা যেন সব সময় সঠিক চিকিৎসা পায় সে ব্যাপারে আমার যা করনীয় তা করার চেস্টা করবো। এছাড়াও হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীদের একটি মাসিক খরচের ব্যাপারে অবিহিত করলে আমি সেটা প্রদান করার কথা বলি।
সরকার তার ধারাবাহিক উন্নয়ন করবে পাশাপাশি আমাদেরকেও সরকারের কাজ আরো সামনে এগিয়ে নিতে সহযোগিতা করা। ইনশাআল্লাহ মানুষের সু-চিকিৎসার জন্য যখন যা প্রয়োজন আমার সাধ্যমতো চেস্টা করবো।
ডাঃ শাহ্ মোহাম্মদ শরীফ বলেন, গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে আমরা চেস্টা করছি কিভাবে হাসপাতালের গুনগত মান উন্নত করা যায়। এ উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিরা হাসপাতাল নিয়ে অনেক পজেটিভ চিন্তা ভাবনা করেন। আমরা হাসপাতালের কথা চিন্তা করে রোগীর ইনভেস্টিগেশন ফাইল, রোগীর সাথে যারা আসেন তাদের বসার জন্য টুল ও ইনডোরে ৭জন সরাসরি নিয়োগ ছাড়া পরিচ্ছন্ন কর্মীর ব্যাপারে আমি সেলিম মুন্সীকে অবিহিত করলে তিনি দ্রুত এগুলো ব্যাবস্থা করে দেন। আমি উপজেলায় দেখেছি অধিকাংশ জায়গায় তিনি সহযোগীতা করেন।
এই ধরনের জনহিতকর কাজে এলাকার জনপ্রতিনিধি সহ সেলিম মুন্সিকে ধন্যবাদ আমাদের অব্যাহত পরিবর্তনের ধারায় অংশগ্রহন করার জন্য।