প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১:২৫
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ার বাসিন্দা, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক, সংবাদপত্র এজেন্ট ও গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল হক ওরফে আমিনুল মাষ্টারের সোববার (১৯ সেপ্টেম্বর) ২৪তম মৃত্যু বার্ষিকী।
১৯৯৮ সালের ১৯ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি প্রথম আলো প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান এর শ্বশুর। তাঁর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহরের ইদ্রিসিয়া ইসলামিয়া জামে মসজিদ এবং বদিউজ্জামান বেপারী পাড়া জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।