প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১:১০
আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সদ্য পদত্যাগ করা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইন বলেছেন, আমি কোনদিন দুর্নীতিগ্রস্তদের সাথে চলিনি ও দুর্নীতি করিনি। তাই আমি জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে কাজ করে যাবো। এখানে কোন দুর্নীতিবাজদের আশ্রয় হবেনা।
বৃহস্পতিবার দুপুরে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষদিনে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের কাছে মনোনয়নপত্র দাখিল করে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি (জাহাঙ্গীর) উল্লেখিত কথাগুলো বলেছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক উপস্থিত ছিলেন।