প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১:১৭
পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের বীচ বেঞ্চ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মোঃ আব্বাস কাজী সভাপতি, মোঃ বেল্লাল খলিফা সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন আনুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য এই কমিটি গঠন করা হয়। সমুদ্র সৈকতের ছাতা বেঞ্চ ব্যবসায়ী, ক্যামেরাম্যান, স্ট্রীট ফুড ভেন্ডরসহ সৈকতের সকল ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের সমন্নয়ে সোমবার এই সংগঠনটি করা হয়েছে।
নব গঠিত এই সংগঠনের সভাপতি ছাতা বেঞ্চ ব্যবসায়ী মোঃ আব্বাস কাজী ও সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল খলিফা বলেন, সৈকতের ছাতা বেঞ্চসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের শৃঙ্খলায় নিয়ে আসা, পর্যটক হয়রানী বন্ধ, ব্যবসায়ীদের একতাবদ্ধ করা, সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, পরিবেশ প্রতিবেশ রক্ষা, ব্যবসায়ীদের ন্যায় সম্মত স্বার্থ রক্ষায় সমুদ্র সৈকতের সকল ব্যবসায়ীদের নিয়ে “কুয়াকাটা বীচ বেঞ্চ ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি” গঠন করা হয়েছে।
তারা সংগঠনটির কার্যক্রম পরিচালনায় সকলের কাছে সহযোগিতার আহবান জানান।