
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজারের শেরপুরে বসেছে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মাছের মেলা। গত সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকার কুশিয়ারা নদীর তীরে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। ঐতিহ্য, বাণিজ্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হওয়ায় প্রতিবছরের মতো এবারও ব্যাপক মানুষের সমাগম ঘটেছে।
