প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া আরকান স্বাধীনতাকামী ৫২ জনকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে।
