প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ২:৫৫
রাজবাড়ী জেলার গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে গোয়ালন্দ বাজার মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব কে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো ব্যার্থ হওয়ায় হাসপাতাল ও ক্লিনিক আইন ১৯৮২ এর ধারা ১০ এ ৩ হাজার টাকা জরিমানা ও গোয়ালন্দ বাসষ্টান্ডে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মো. শরীফ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. কামাল হোসেন,
এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।