প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১:১৮
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার যেমন খুশি তেমন কাজ করছে। এলজিইডির স্থানীয় কর্মকর্তা ও প্রকৌশলীদের সামনেই এমন অনিয়ম হলেও তারা রহস্যজনক কারনে নিরব রয়েছে। স্থানীয়রা এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
জানা গেছে, ডিজাইন মতো ফিলিং বক্স না কেটে ঠিকাদার নিজের মতো করে বক্স কেটে রাস্তার ফরমেশন লেভেল নিচু করা হয়েছে। ফলে এখনই রাস্তায় পানি জমে থাকে। সিডিউল বহির্ভূত নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। যা চুলার লাল মাটির মতো রোলারের নিচে পড়ে পাউডার হয়ে গেছে। এ নিয়ে এলাকার মানুষের অন্তহীন অভিযোগ রয়েছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া জিসিসি সড়কের নির্মাণ কাজে এমন অনিয়ম চলছে।
আইআরআইডিপি-৩ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কলাপাড়ার অধীনে এ সড়কটির নির্মাণ কাজ চলছে। ৭৫০ মিটার দীর্ঘ এই সড়কের কার্যাদেশ দেয়া হয়েছে এ বছরের ৮ ফেব্রুয়ারি। কাজটি ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদার সময় বাড়ানোর আবেদন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কে রোলার দেয়ার পর নিম্নমানের ইট পাউডার হয়ে গেছে। স্থানীয় লোকজন জানান, পচা ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। আর বেশি দেবে গিয়ে এখনই পানি জমেছে। উপজেলা প্রকৌশলী মোঃ মহর আলী জানান, এসব অনিয়মের কারণে ঠিকাদারকে তিন দফা চিঠি দেয়া হয়েছে। স্থানীয় মানুষ এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।