প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১:২৩
ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় মশাল মিছিল করেছে পৌর যুবদল।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয় থেকে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাশিকুজ্জামান উজ্জলের নেতৃত্বে মশাল মিছিল বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সামাবেশে যুবদল নেতা রাশিকুজ্জামান উজ্জল বলেন, অপরিকল্পিতভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে যে দুর্ভোগ সৃষ্টি করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেশের গুটি কয়েক আমলা ও মন্ত্রী দেশকে লুটে পুটে খেয়ে এ টাকা বিদেশে পাচার করেছে। যেটির খেসারত দিচ্ছে সাধারণ জনগণ।
প্রত্যেকটা জ্বালানির মূল্য কয়েক শতাংশ করে বৃদ্ধি হয়েছে। সরকার একতরফাভাবে মধ্যরাতে তেলের দাম বাড়িয়েছে। বিশ্ব বাজারে যখন তেলের দাম কমছে তখন একটি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আইএমএফ’র কাছে ঋণ নিয়ে তারা তেলের দাম বৃদ্ধি করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। দ্রুত সরকারের এমন সিন্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল থেকে।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তান্না জামান,আশিক হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছালাম, ২ং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোস্তাক পৌরযুবদলের আহ্বায়ক মিটির সদস্য মিঠু,সাজু, হানিফ, ছাত্রদল নেতা সনি,আজিজুল রানা প্রমুখ।