প্রকাশ: ১১ জুলাই ২০২২, ২:৩০
পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৬, পুলিশের ফাঁকা গুলি রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৬ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।
সোমবার (১১ জুলাই) বিকেলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকার সবুর ও পান্নু মণ্ডল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, আজ সোমবার দুপুর ২টার দিকে নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকায় জমির বিরোধে সবুর ও পান্নু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের প্রায় ১৬ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আজ সোমবার দুপুরে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ১৬ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।