প্রকাশ: ৯ জুলাই ২০২২, ১:২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের হাজী ওয়ালউদ্দিন নুরাণী হাফিজিয়া মাদ্রাসা ও শিকদার পাড়া জামে মসজিদের উদ্যোগে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের শতাধিক দুস্থ ও অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে তিলাই ইউনিয়নের শিকদার পাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমানের সভাপতিত্বে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের শতাধিক দুস্থ ও অসহায়ের প্রত্যেককে লাচ্ছা সেমাই, চিনি, গুড়া দুধ, আতপ চাল, সয়াবিন তেল, আলু ও গুড়া মসল্লা প্রদান করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু রইচ মোঃ আব্দুল্লাহেল কাফি (মজনু শিকদার)। বিশেষ অতিথি ছিলেন তিলাই শিকদার পাড়া ঈদগাহ মাঠের সভাপতি হাফিজুর রহমান। এছাড়া রবিউল ইসলাম ও জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।