প্রকাশ: ২ জুন ২০২২, ০:২৮
গাজীপুরের কালিয়াকৈর একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন । চন্দ্রায় নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চন্দ্রা এলাকায় নূর গ্রুপের একটি কারখানার আগুন লেগেছে। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সাভার ইপিজেডের আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি।
তিনি আরো জানান গত ১ মাসে কারখানাটিতে তিন বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এর আগে গত ১৮ মে ও ২৩ মে এই কারখানায় আগুন লেগেছিলো।