প্রকাশ: ২ জুন ২০২২, ২৩:৪৯
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস মোঃ আমিনুল ইসলাম আমিনের পিতা ও কষ্টাপাড়া-গোয়াদাইরপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব মোঃ সোহরাব আলী মুন্সীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জুন) বাদ আসর থেকে এশার নামাজের আগ পর্যন্ত তাবলীগ জামাতের উদ্যোগে কষ্টাপাড়া-গোয়াদাইরপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, ভূঞাপুর উপজেলা তাবলীগ জামাতের আমীর আব্দুর রহিম বাদশা, গোবিন্দাসী বাজার মসজিদের ইমাম ও খতিব এবং গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, তাবলীগ জামাতের মুরব্বি মোঃ আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম তরফদার, কুকাদাইর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ বেলাল হোসেন, খানুরবাড়ী ঘাট মসজিদের সাবেক ইমাম আকবর হোসেন, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ছরোয়ার আকন্দ, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন- জিগাতলা বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাসুদ রানা।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মোঃ সোহরাব আলী মুন্সী গত সোমবার (১৬ মে) রাত ১১টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে পরের দিন কষ্টাপাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে ওই কবরস্থানেই দাফন করা হয়। তিনি কষ্টাপাড়া-গোয়াদাইরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।