প্রকাশ: ১ মে ২০২২, ০:৫৫
নেছারাবাদে মুজিববর্ষের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া। রোববার সকাল থেকে ঘুরে ঘুরে দুপুর পর্যন্ত মুজিববর্ষের ঘরগুলো পরিদর্শন করেন। ঘর পরিদর্শনের সাথে সাথে তিনি ঘুরে ঘুরে উপকারভোগীদের সাথে ঈদ পুর্ববর্তী কুশল বিনিময় করেন।
এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান,বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, স্বরূপকাঠির উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।