প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ৩:১৪
রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে বয়ে যাচ্ছে মৌসুমে তীব্র তাপদাহ। প্রখর রোদে পুড়ছে রাজশাহী মহানগরীসহ বরেন্দ্রের পথঘাট। গত কয়েক দিনের তাপে তেতে উঠেছে মাঠ-ঘাট, প্রান্তর। বাইরে বা ঘরে কোথাও স্বস্তি নেই। তীব্র দাবদাহে প্রকৃতিও নিস্তেজ। হালকা বাতাস থাকলেও সেটিও গরম ছড়াচ্ছে। প্রাণিকুলও ছড়াচ্ছে তপ্ত নিশ্বাস।
সোমবার (২৫ এপ্রিল) তাপমাত্রার পারদ আবারও ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। আর সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। দুপুরে এসে বাতাসের আর্দ্রতা দাঁড়িয়েছে ৩২ শতাংশে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান।
তিনি জানান, সোমবার বিকেল ৫টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
উচ্চ পর্যবেক্ষক রাজিব খান আরও বলেন, রাজশাহীর আকাশ পরিষ্কার রয়েছে। ফলে কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তীব্র এই তাপদাহ চলতে পারে আরও বেশ কিছুদিন।
অন্যদিকে, তীব্র তাপদাহে পবিত্র রমজানে এমন গরমে হাঁপিয়ে উঠেছে মানুষসহ পশু-পাখিরাও। বিশেষ করে রোজাদাররা বেশি কষ্টের মধ্যে পড়েছেন।
এ ছাড়াও একটু স্বস্তির খোঁজে খেটে খাওয়া দিনমজুর ও অটোরিকশা চালকরা গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। তবে সেখানেও তেমন একটা স্বস্তি নেই।
রাজশাহী সাহেব বাজারের রিকশাচালক মতিউর রহমান বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ২০০ টাকা ভাড়া মেরেছি। এই গরমে রিকশা চালানো অনেক কষ্টের।
গণকপাড়ার ফুটপাতের কাপড় বিক্রেতা মখলেসুর রহমান বলেন, ফুটপাতে তপ্ত রোদ মাথায় নিয়ে দোকানদারি করছি। বৃষ্টি হলে একটু স্বস্তিদায়ক হতো সকলের।
এর আগে, রাজশাহীতে শুক্রবার (১৫ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ২০১৪ সালের পর রাজশাহীতে এত তাপমাত্রা হয়নি।