প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২:৯
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কালকিনি উপজেলা,ডাসার উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার পাটি আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাহান্দার আলী জাহান,যুগ্ন আহ্বায়ক জামিনুর রহমান মিঠু, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মাহবুব মুন্সী,পৌরবিএনপির সাধারন সম্পাদক মোঃ কামার হোসেন বেপারী,সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন সরদার,মাদরীপুর জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল ইসলাম, যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাহাদাত হোসেন,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,কালকিনি উপজেলা ও ডাসার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,আজ দেশে গনতন্ত্রের লেসমাত্র নেই। আমরা কালকিনি উপজেলা সদরে পাইলট উচ্চ বিদ্যালয়ে মাটে অনুমতি চেয়েও পাইনি। একটি বালুর মাঠে আয়োজন করেছি, সেখানেও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হামলা করে প্যান্ডেল ভাংচুর ও বিএনপির নেতাকর্মিকে কুপিয়ে আহত করেন। আজ অবশেষে আমার নিজ বাড়িতে ইফতার পাটি করতে হয়। এটা কি একটি স্বাধীন গনতান্ত্রিক দেশের গনতন্ত্র।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।